Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শীত এলেই মনপুরায় দেখা মিলে পর্যটকের

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৪, ০৩:০৫ পিএম


শীত এলেই মনপুরায় দেখা মিলে পর্যটকের

বাংলাদেশের ব-দ্বীপ খ্যাত ভোলা জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা মনপুরা। 

তিন দিকে মেঘনা ও দক্ষিণে সাগরের উত্তাল জলরাশি বিধৌত দ্বীপটি ইতোমধ্যে পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে। 

তাইতো শীত এলেই মনপুরায় নামে ভ্রমন পিপাসু মানুষের ঢল। শিল্পাচার্য জয়নুল আবেদীনের আকা বিখ্যাত চিত্র ‍‍`১৯৭০ মনপুরা‍‍` অনেক আগেই দ্বীপ টিকে পরিচিত করে তুলেছে বিশ্ব দরবারে। 

এছাড়াও ২০০৯ সালে নির্মিত চলচ্চিত্র ‍‍`মনপুরা‍‍` দ্বীপ টিকে তুমুল জনপ্রিয় করে তুলেছে। 
এদ্বীপে রয়েছে প্রকৃতির নানান বৈচিত্র্য ও সৌন্দর্যময় স্থান। সবুজের সমারোহ, চারা বাগান, মায়াবী হরিণের অভয়ারণ্য, লাল কাঁকড়ার অবাদ বিচরণ, নদীর উপরে ৫০০ মিটারের দীর্ঘ মনপুরা ল্যান্ডিং স্টেশন এবং মনপুরা দখিনা হাওয়া সী বিচে  একান্ত সময় কাটানোর জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে মনপুরা দ্বীপ। 

তাইতো কোন প্রকার সড়ক যোগাযোগ না থাকলেও  মুগ্ধতার প্রেমে বারবার ছুটে আসেন এই মনপুরা দ্বীপে।

দ্বীপে ঘুরতে আসা ‍‍`ট্রাভেল উইথ সায়েদ‍‍` গ্রুপের সায়েদ জানান, মনপুরা দ্বীপ আমাদের পছন্দের একটা জায়গা। প্রতিবছর শীতে মনপুরায় ঘুরতে আসি। এখনকার প্রকৃতি, পরিবেশ এবং এখানকার মানুষের ব্যবহার মনোমুগ্ধকর।

পর্যটকদের বিষয়ে মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী বলেন, বাহিরের কোন মানুষ যখন আমাদের দ্বীপে ঘুরতে আসে তখন খুব ভালো লাগা কাজ করে। ইতোমধ্যে মনপুরা দ্বীপ কে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য পর্যটন মন্ত্রণালয়ে আবেদন পত্র পাঠানো হয়েছে।

আরএস

Link copied!