Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ৯, ২০২৪, ০১:৪৫ পিএম


চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

যশোরের চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসানিক সার ও  ধান বীজ বিতরণ ২০২৪ শুভউদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ
অনুষ্ঠান করা হয়। প্রণোদনায় উপজেলার ১ হাজার ৮শ জন কৃষক পাবেন ৫ কেজি  আউস ধানের বীজ ও ২০ কেজি রাসানিক সার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। উপজেলা অতিরিক্ত কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, এস এম মমিনুর রহমান। 

এছাড়া বক্তব্য রাখেন সুবিধাভোগী কৃষক উপজেলার সিংহঝুলী গ্রামের কৃষক ইরাদ আলী, দূর্গাপুর গ্রামের কৃষক আব্দুল আলী, মাড়ুয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদ, কদমতলা গ্রামের ইকবাল হোসেন প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষিকর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমারসহ সুবিধাভোগী কৃষক, সাংবাদিক সুধিজন।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উপশি রোপা আউশ উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসানিক সার ও ধান বীজ বিতরণ ২০২৪ শুভউদ্বোধন করা হয়েছে। 

এ উপজেলার ১ হাজার ৮শ জন কৃষক পাবেন এ প্রণোদনার রাসানিক সার ও বীজ। প্রতিজন কৃষক পাবেন খরিপ উপসি জাতের ৫ কেজি আউস ধানের বীজ, রাসানিক সার এওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি।

বিআরইউ

Link copied!