Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

ইপিজেডের শিল্পোদ্যোক্তাদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৫:২৭ পিএম


ইপিজেডের শিল্পোদ্যোক্তাদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

নীলফামারীতে উত্তরা ইপিজেডের শিল্পোদ্যোক্তাদের নিয়ে শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণপূর্বক সবুজ শিল্পায়নে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে উত্তরা ইপিজেডের শিল্পোদ্যোক্তাদের নিয়ে কারখানার দূষণ নিয়ন্ত্রণপূর্বক সবুজ শিল্পায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পরিবেশ কর্মকর্তা সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে জেলার বিভিন্ন শিল্প কারখানার উদ্যোক্তাসহ উত্তরা ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, সকল শিল্প প্রতিষ্ঠানকে কারখানার বর্জ্য পরিবেশসম্মত ভাবে নিয়ন্ত্রণ ও অপসারণপূর্বক দূষণ নিয়ন্ত্রণ করে সবুজ শিল্পায়ন গড়ার পরামর্শ দেন।

তিনি বক্তব্যে কারখানায় সিঙ্গেল ইউজড প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার না করার উপর জোর দেন। এছাড়া শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার তরল বর্জ্য পরিশোধনে ইটিপি স্থাপন এবং চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণের জন্য সভায় উপস্থিত শিল্প কারখানার মালিকদের অনুরোধ জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!