নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫, ১২:১৩ পিএম
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানপন্থী ছাত্র-জনতাকে অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ ৫ আগস্ট, যা বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন—জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী। গত বছরের এই দিনে সহস্রাধিক শহীদ ও আহতের রক্তের বিনিময়ে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটে। এই ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তিতে আমরা অভ্যুত্থানপন্থী সব ছাত্র-জনতাকে জানাই অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সাহসী ছাত্র-তরুণ, শ্রমিক, শিক্ষক, শিল্পী, পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদদের, যাদের রক্তে রঞ্জিত পথ ধরেই এসেছে এই মহান বিজয়। একইসঙ্গে কৃতজ্ঞতা জানাই আহতদের, যারা মাতৃভূমির মুক্তির জন্য চিরতরে হারিয়েছেন অঙ্গ-প্রত্যঙ্গ বা দৃষ্টিশক্তি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাষ্য অনুযায়ী, এই অভ্যুত্থান ছিল কেবল একজন শাসকের পতনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি ফ্যাসিবাদবিহীন রাষ্ট্র ও নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণের আহ্বান। কিন্তু বর্ষপূর্তির এই সময়ে এসেও শহীদদের হত্যা ও নিপীড়নের বিচার না হওয়াকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্রযন্ত্রে এখনও বহু ফ্যাসিবাদী উপাদান টিকে আছে, যা অভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এই উপাদানগুলোকে মূলোৎপাটন না করা পর্যন্ত কাঙ্ক্ষিত ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ’ সম্ভব নয়। তাই অভ্যুত্থানপন্থী সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানাই।”
বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, “যদিও কাঙ্ক্ষিত বিচার ও কাঠামোগত পরিবর্তন এখনো পুরোপুরি দৃশ্যমান নয়, তবুও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও অগ্রসর হয়েছে। আজ বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে ঘোষিত হতে যাচ্ছে। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আন্তরিক সাধুবাদ জানায় এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানায়।”
ইএইচ