Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৪:০২ পিএম


চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২০) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, অপরজন মেহেদী হাসান (১৮) নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার ১০ জুলাই দুপুর ১২টার সময় সদর উপজেলার হরিনা এলাকায়। তাদের দুজনের বাড়ি হাইমচর উপজেলার নয়ানি লক্ষিপুর গ্রামে।

কতর্ব্যরত চিকিৎসক ডা. বিপ্লব দাস জানান, দুপুরে সাইফুল ইসলাম ও মেহেদী হাসান নামে দুজন যুবককে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আসলে একজনকে মৃত অবস্থায় ও অপর জনকে অবস্থা খারাপ দেখে ঢাকায় রেফার করি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম বলেন, আজ দুপুরে সদর উপজেলার হরিনা এলাকায় দুজন যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গিয়ে মারাত্মক জখমের শিকার হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহত একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!