Amar Sangbad
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪,

‘হাতিয়ার জল ও ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি’

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

আগস্ট ৩১, ২০২৪, ০১:২২ পিএম


‘হাতিয়ার জল ও  ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি’

হাতিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা শাখার আমিরের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় আমির মাস্টার বোরহানুল ইসলাম বলেন, হাতিয়ার জল, বন ও ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে তিনি একথা বলেন। 

উপজেলা শহরকেন্দ্রিক কার্যালয়ে হাতিয়ার জামায়াতে আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত ও  প্রচার সম্পাদক ওসমান গনি রুবেল।

বক্তারা বিগত সরকারের নানা জঘন্য অপরাধের কথা তুলে ধরে বলেন, এপর্যন্ত জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। 

তারা বলেন, নোয়াখালীর এ হাতিয়া উপজেলায় দীর্ঘ ১৭ বছরপর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 

প্রাক্তন সরকার কীভাবে তাদের খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করেছিল তা নিয়ে আলোচনা করেন বক্তারা। 

সভাপতি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ ও রাষ্ট্র প্রতিটি বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। এ সংগঠন জনমানুষের।  

হাতিয়া উপজেলায় ইতঃপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন অসংগতি তুলে ধরে তিনি বলেন, এই হাতিয়া একটি সম্ভাবনাময় দ্বীপ উপজেলা। সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এ দ্বীপকে নদী ভাঙন থেকে বাঁচিয়ে মানুষের জীবনমান সমৃদ্ধ করা যাবে। 

এছাড়া অতীতে অন্যায়ভাবে এখানকার রাস্তা ও নবায়নের গাছ ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

এসময় হাতিয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য ও দারুলউলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: ইদ্রিসসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!