Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

ভারতে পালাতে গিয়ে মাদারীপুর জেলা আ. লীগ সভাপতি আটক

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৩:৪৮ পিএম


ভারতে পালাতে গিয়ে মাদারীপুর জেলা আ. লীগ সভাপতি আটক

ভারতের পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে (৬৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে শাহাবুদ্দিন আহমেদকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা নামে একজন বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে শাহাবুদ্দিন আহমেদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ

Link copied!