Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪,

শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করলেন মাহমুদুর রহমান

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

অক্টোবর ১০, ২০২৪, ০৭:৫৫ পিএম


শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করলেন মাহমুদুর রহমান

কুষ্টিয়ার আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৪৭ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাহমুদুর রহমান বাদী হয়ে স্বশরীরে কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার সাবেক এসপি, সাবেক এমপি মাহাবুব উল আলম হানিফ, ওসি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ৪৭ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ জনকে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলা দায়ের করার পর মাহমুদুর রহমান বলেন, আমার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছি। ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ইএইচ

Link copied!