Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

গজারিয়া বন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

গজারিয়া প্রতিনিধি

গজারিয়া প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৫২ পিএম


গজারিয়া বন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

গজারিয়ায় উপজেলা বন কর্মকর্তা আসাদুজ্জামান শফিক ভুঁইয়ার অবসরজনিত বিদায় ও সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

গজারিয়া উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বিদায়ী বন কর্মকর্তা আসাদুজ্জামান শফিক ভুঁইয়ার পরিবারের স্বজনরা।

ইএইচ

Link copied!