ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

থানচিতে শান্তিচুক্তির বর্ষপূর্তিতে বান্দরবান রিজিয়নের মানবিক সহায়তা

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৩২ পিএম

থানচিতে শান্তিচুক্তির বর্ষপূর্তিতে বান্দরবান রিজিয়নের মানবিক সহায়তা

বান্দরবানের থানচিতে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দায়িত্বপূর্ণ বম, ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের দু:স্থ, অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বান্দরবান রিজিয়ন।

বুধবার বিকেলে থানচি উপজেলার বাকলাই পাড়া সাব জোনের আওতাধীন পাড়া সমূহে এ সহায়তা প্রদান ক‌রেন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি। এসময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএস‌সি, জোনের উপঅধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন, পিএসসি, ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে  শিক্ষা সহায়তা, উপাসনালয় নির্মাণের জন্য ঢেউটিন এবং শতাধিক দু:স্থ ও অসহায় পাহাড়ি জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল এবং কোমলমতি বাচ্চাদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।একই সাথে এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্পে ৪৭ জন শিশু, ৯৫ জন মহিলা ও ১৪৫ পুরুষসহ মোট ২৮৭ জন সেবাভোগী জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

চিকিৎসা কার্যক্রম চলাকালীন রিজিয়ন কমান্ডার, এলাকা পরিদর্শন করেন ও চিকিৎসা সেবা গ্রহণকারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি, এই অঞ্চলের জনগণদের শান্তিপূর্ণসহাবস্থান ও সু-সসম্পর্ক বজায় রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন এবং চরম সময়ের মধ্যেও তাদের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শুরু থেকে এলাকার মানুষের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্নভাবে উপকারভো‌গিরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ও বান্দরবান রিজিয়ন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর উত্তোত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

বিআরইউ

Link copied!