ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পূবাইলে সওজের ভুলে সড়কে বিভ্রান্তি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:৫৯ পিএম

পূবাইলে সওজের ভুলে সড়কে বিভ্রান্তি

গাজীপুরে সড়ক বিভাগের রাস্তায় এলাকার নাম ভুল করে ফলক দেওয়ার কারণে বিভ্রান্তিতে পড়ছেন চালক, যাত্রী ও স্থানীয়রা।

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গাজীপুরের আওতাধীন নির্মিত রাস্তায় পূবাইল স্টেশন বাজার এলাকার নাম ভুল করে ফলকে দেওয়া হয়েছে পূবাইল বাজার। অথচ পূবাইল স্টেশন বাজার থেকে পূবাইল বাজারের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ফলে এই সড়কে চলাচলকারীরা গন্তব্যসহ নানা বিভ্রান্তিতে পড়ছেন।

টঙ্গী থেকে কালীগঞ্জ সড়ক সংস্কারের পর করা এই ভুল নামফলক প্রায় অর্ধযুগ হয়ে গেলেও তা এখনও স্থানীয় জনপ্রতিনিধি বা দায়িত্বশীল কারও নজরে আসেনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ।

এই ভুল নামের কারণে দূর থেকে পূবাইল বাজারে আসা অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন এবং দৈনিক ঢাকা-সিলেট বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা হাজার হাজার যাত্রী ভুল স্থানের পরিচিতি পাচ্ছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তারা ক্ষোভ প্রকাশ করে ভুল সংশোধনের দাবি জানিয়েছেন।

সাধারণত এসব নামকরণের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তাই ভুল হওয়ার কোনো সুযোগ থাকার কথা নয়।

ভোগান্তির শিকার সাধারণ মানুষ

পূবাইল বাজারে অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী জান্নাতুল সরকার শিপা জানান, "এই ভুল নামের জন্য আমি বহুবার ভোগান্তির শিকার হয়েছি। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভারির সময় দেখা গেছে ডেলিভারি ম্যান স্টেশন বাজারে এসে দাঁড়িয়ে আছে নামফলক দেখে। আমাকে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহুবার পণ্য আনতে হয়েছে।"

পূবাইল বড় কয়ের গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ছোটন বলেন, "আমি সরাসরি এই সমস্যার ভুক্তভোগী। উবারে করে ঢাকা থেকে আসার সময় ম্যাপে এই জায়গায় আসার পর ড্রাইভারকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে পূবাইল বাজার আরও অন্তত দেড় কিলোমিটার সামনে।"

প্রশাসনের প্রতিক্রিয়া

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আমার সংবাদকে জানান, "এটির জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলতে হবে। আমি বিষয়টি দেখব।"

এমন ভুল এবং দীর্ঘদিন সড়কের নাম ফলক পরিবর্তন না করার বিষয়ে জানতে চাইলে সওজ গাজীপুর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশিদুল হাসান আমার সংবাদকে বলেন, "আমি এখন হেড অফিসে আছি, অফিসে গিয়ে আমাদের যারা সাইনবোর্ড দেয়, তাদের বিষয়টি জানাবো।"

ইএইচ

Link copied!