Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

ঈশ্বরদীর হাট-বাজারে লিচু উঠতে শুরু করেছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

মে ১২, ২০২৫, ০১:৩৫ পিএম


ঈশ্বরদীর হাট-বাজারে লিচু উঠতে শুরু করেছে

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রসালো লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়। এবছরও উপজেলার পৌর শহরসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে দেশি লিচুর বেচাকেনা শুরু হয়েছে।

ঈশ্বরদীর বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের তথ্যমতে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে ঈশ্বরদী পৌর শহরের বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে। বর্তমানে দেশি লিচু (মোজাফ্ফর) বেচাকেনা হচ্ছে। তবে বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে না উঠা পর্যন্ত লিচুর বেচাকেনা জমে উঠবে না। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে আসতে আরও ১০-১৫ দিন সময় লাগবে।

মানিকনগর গ্রামের লিচু চাষি ইউনুস বিশ্বাস আমার সংবাদকে বলেন, "এবার ঈশ্বরদীতে শতকরা ২০-৩০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো লিচুর এমন ফলন বিপর্যয় দেখা যায়নি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোম্বাই লিচু বাজারে উঠবে। এখন যেসব লিচু বাজারে দেখা যাচ্ছে, এগুলো দেশি লিচু (আঁটি লিচু) হিসেবে পরিচিত। এসব লিচুর গুণগত মান খুব বেশি উন্নত নয় এবং সুস্বাদু বা রসালোও নয়, তবে নতুন ফল হিসাবে অনেকেই কিনছেন।"

ঈশ্বরদীর সবচেয়ে বড় লিচুর বাজার জয়নগর শিমুলতালা বাজারের আড়ৎদার এবং ঈশ্বরদী ফল ভান্ডারের মালিক আশরাফুল রহমান বলেন, "গত ১০ দিন ধরে আমাদের বাজারে লিচু ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। ১০০ লিচু মানভেদে ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল হিসেবে অনেকেই কিনছেন।" তিনি আরও জানান, "লিচু বাজারে ওঠা শুরু হয়েছে, আশা করছি অল্পদিনের মধ্যেই প্রচুর আমদানি হবে এবং দামও তুলনামূলক কিছুটা হলেও কমে আসবে।"

বড়ইচারা গ্রামের লিচু চাষি উজ্জল হোসেন ও ছানাউল্লাহ বলেন, "আমার ৪৭ বছরের লিচু চাষের ইতিহাসে এমন ফলন বিপর্যয় দেখিনি। এখন বাজারে দেশি লিচু উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ পরে বোম্বাই লিচু উঠবে। অন্য বছর এসময় দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়ে ওঠে, তবে এবার লিচুর ফলন খুব কম, সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না।"

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর ঈশ্বরদীতে তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না। অন্যবারের তুলনায় এবার ফলন একেবারেই কম।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, "জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার লিচুর ফলন অন্যবারের তুলনায় কম। এখন বাজারে দেশি জাতের (মোজাফ্ফর জাতের) লিচু উঠতে শুরু করেছে। বোম্বাই লিচু বাজারে আসতে আরও এক সপ্তাহের মতো সময় লাগবে।"

ইএইচ

Link copied!