ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

সন্দ্বীপে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

জুন ১৯, ২০২৫, ০২:৫০ পিএম

সন্দ্বীপে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চট্টগ্রামের সন্দ্বীপে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে আইন প্রয়োগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় বক্তারা তামাকজনিত স্বাস্থ্যঝুঁকি, আইন প্রয়োগের করণীয় এবং তামাকের ব্যবহার রোধে সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমকেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আমাদের সবাইকে আরও সক্রিয় হতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলী আজম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহাজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল মতিন এবং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইন উদ্দিন।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শুধু একটি আইনি কাঠামো নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। এই আইন কার্যকরের পাশাপাশি জনগণের মনোভাবেও পরিবর্তন আনতে হবে। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিকসহ সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান ও সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন এবং বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট দপ্তরের প্রশিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, তামাকজনিত রোগ ও মৃত্যুর হার কমাতে সরকার ২০০৫ সালে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন করে, যা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে আরও কার্যকর করা হয়। সন্দ্বীপে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা আইনটির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএইচ

Link copied!