রাঙামাটি প্রতিনিধি:
জুলাই ৫, ২০২৫, ০২:০৩ পিএম
রাঙামাটি শহরের ফিসারী বাঁধ এলাকায় পাহাড়িকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন তরুণ গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহীর নাম কাজী শফিউল্লাহ। তিনি রাঙামাটি শহরের তবলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের অফিসার্স কলোনির বাসিন্দা কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়িকা পরিবহনের একটি বাস ফিসারী দিক থেকে শহরের দিকে আসছিল। অন্যদিকে, শফিউল্লাহ একটি মোটরসাইকেল চালিয়ে পুরাতন বাসস্ট্যান্ড দিক থেকে বাঁধের মাঝামাঝি পৌঁছান। বৃক্ষদেবতা মন্দিরের সামনে একটি সিএনজিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাসটির এক পাশ এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। শফিউল্লাহ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মী জানান, আহত যুবককে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তার আঘাত গুরুতর হওয়ায় প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হতে পারে।
বিআরইউ