ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫
Amar Sangbad

ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় ক্লাস, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জুলাই ৫, ২০২৫, ০৩:২৬ পিএম

ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় ক্লাস, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

ফরিদপুরের সালথা উপজেলার কুমারপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় বসেই চলছে শিশুদের পাঠদান। দ্রুত একটি নতুন ভবনের দাবি তুলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টিতে দুটি ভবন থাকলেও একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। নিরাপত্তার ঝুঁকির কারণে কয়েক মাস ধরে সেখানে পাঠদান বন্ধ। বাকি একটি ভবনে তিনটি কক্ষ—একটিতে চলছে শিক্ষক অফিস, বাকি দুটি কক্ষে ক্লাস। ফলে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্থান সংকট চরমে। শিক্ষকদের বাধ্য হয়েই ভবনের বারান্দায় ক্লাস নিতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুর রশীদ বলেন, পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বন্ধ করে দিয়েছি। নতুন ভবন চেয়ে আমরা উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছি। ২০৬ জন শিক্ষার্থীর জন্য মাত্র দুটি কক্ষে পাঠদান সম্ভব নয়। দ্রুত নতুন ভবন না পেলে পাঠদান ব্যাহত হবে।

উপজেলা শিক্ষক নেতারা বলছেন, শ্রেণিকক্ষ সংকট শিক্ষার গুণগত মানে বড় বাধা হয়ে দাঁড়ায়। তারা দ্রুত ভবন নির্মাণের দাবিতে শিক্ষা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সালথা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা কুমারপুটি স্কুলসহ কয়েকটি বিদ্যালয়ের ভবনের সংকট সরেজমিনে দেখেছি। শিক্ষা অধিদপ্তরে দ্রুত আবেদন পাঠানো হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিদ্যালয় ভবনের বিষয়ে আবেদন পেলে উপজেলা শিক্ষা কমিটির সুপারিশসহ আমরা মন্ত্রণালয়ে পাঠাব। চেষ্টা করব দ্রুত সমাধানের।

বিআরইউ

Link copied!