ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৫, ০৩:০৩ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এবং ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। 

এতে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল, সড়কচিহ্ন এবং নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদ।

বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাবে। তারা শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপদে চলাচলের কৌশল এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বিষয়ে পরামর্শ দেন।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা।

ইএইচ

Link copied!