গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জুলাই ১৫, ২০২৫, ০৩:৪৪ পিএম
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার দুপুরে ছোটবাজারস্থ বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন এবং সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, অথচ প্রশাসন নির্লিপ্ত। এই ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ