দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৫, ০৫:২২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ এবং পরিবেশ সুরক্ষায় টেকসই উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে “এক শহীদ, এক বৃক্ষ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে “এক শহীদ, এক বৃক্ষ” শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শহীদ পরিবারের ইচ্ছা অনুযায়ী এদিন দুটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শেখ রাকিব ও শহীদ আতাউর রহমান ইয়াসিরের পরিবারের সদস্যরা।
এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারকে সেলাই মেশিন ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ইএইচ