মিরাজ আহমেদ, মাগুরা
আগস্ট ৭, ২০২৫, ০৭:৪০ পিএম
মাগুরা সদর উপজেলায় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে, যা শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্যে মো. অহিদুল ইসলাম বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ও আধুনিক ভেন্ডিং মেশিন সরবরাহের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব পরিবেশে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ কেবল শিক্ষায় নয়, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ উদ্যোক্তা গড়ে তোলার পথেও সহায়ক হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, “মোট কতটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়েছে, তা নির্দিষ্ট পরিকল্পনার অংশ। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, এই ধরনের সহায়তা তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার বিস্তারে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে।
উল্লেখ্য, বিতরণকৃত কম্পিউটারগুলো শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান, প্রেজেন্টেশন ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্যবহৃত হবে। আর ভেন্ডিং মেশিনগুলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সহজে প্রাপ্তি নিশ্চিত করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ মাগুরার শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তব রূপায়নে একটি মাইলফলক হয়ে থাকবে।
ইএইচ