পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫, ০৮:৫২ পিএম
বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে ৫টি মোটরসাইকেল জব্দ এবং বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের কাছ থেকে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পাথরঘাটা পৌরসভার তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন।
তার নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেয়। নৌবাহিনীর পাশাপাশি পাথরঘাটা ট্রাফিক পুলিশও অভিযানে সহায়তা করে।
চেকপোস্ট চলাকালে ১৯০টি মোটরসাইকেল, ২০টি অটোরিকশা এবং ২টি প্রাইভেট কার থামিয়ে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার যাচাই করা হয়।
এ সময় ১৫টি মোটরসাইকেলের চালকের হেলমেট না থাকা এবং একটি অটোরিকশার কাগজপত্র না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযান শেষে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অভিযানকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ইএইচ