টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫, ১২:৪৮ পিএম
রেলপথ অবরোধের পর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে অবস্থান নেন।
অবরোধের ফলে যমুনা সেতুতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, প্রতিদিন যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে অবরোধের কারণে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করেন, যার ফলে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ ছিল।
গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে ও তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের আয়োজনও করেন।
ইএইচ