আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
আগস্ট ১৪, ২০২৫, ০১:২৮ পিএম
‘সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে জারুল, কৃষ্ণচূড়া ও শোনালু গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এটি সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
ইএইচ