ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কুড়িগ্রামে বন্যা সহনশীল ধান পাইলটিং গবেষণার ফলাফল কর্মশালায় প্রচার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

আগস্ট ১৭, ২০২৫, ০৫:৩১ পিএম

কুড়িগ্রামে বন্যা সহনশীল ধান পাইলটিং গবেষণার ফলাফল কর্মশালায় প্রচার

কুড়িগ্রামে বন্যা সহনশীল ধান পাইলটিং গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে বেসরকারি সংস্থা বিএমজেড-পিটি প্রকল্প এবং অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর আয়োজনে স্থানীয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন আফাদ-এর নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন। বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক আসাদুজ্জামান, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক ডঃ নাজিমুদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা যুনায়েদ হাবিব, বিএমজেড-পিটি প্রকল্পের টেকনিকেল অফিসার মাহমুদুল হক এবং প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ও পাঁচগাছি ইউনিয়নের ২০টি দলে ৪৮০ জন নারী কৃষককে বন্যা সহনশীল ধান পাইলটিং গবেষণা প্রকল্পের আওতায় আনা হয়েছে। গবেষণায় ব্রি-৫২, গানজিয়া, মালশিরা ও গুটি স্বর্ণা ধান চাষ করা হয়েছে। এ ধানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি; শুধুমাত্র জৈব সার প্রয়োগ করা হয়েছে। প্রতি বিঘায় তিন দফায় প্রায় চারশ কেজি জৈব সার প্রয়োগের ফলে ধানের ফলন উন্নত হয়েছে, দানা পুষ্ট ও সমানাকৃতি হয়েছে, চিটা কমেছে, জমির উর্বরতা ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া, ধানের বীজতলা ট্রেতে উৎপাদন করা হলে চারা স্বাস্থ্যকর থাকে এবং নির্দিষ্ট বয়সে জমিতে রোপণ করা যায়, ফলে ধানের অপচয় কমে। কর্মশালায় নারী কৃষক, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের উত্তর, পশ্চিম ও পূর্ব অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণের লক্ষ্যে ৫টি অংশীদার সংস্থা নেটওয়ার্ক পদ্ধতির মাধ্যমে কুড়িগ্রামে এই ধান পাইলটিং গবেষণার ফলাফল বাস্তবায়ন করছে। প্রকল্পটি ম্যালটেজার ইন্টারন্যাশনাল এবং বিএমজেড-এর সহায়তায় এএফএডি বাস্তবায়ন করছে।

ইএইচ

Link copied!