সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫, ০৫:৩৬ পিএম
গাইবান্ধা সদর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর (তালেরদীঘি) গ্রামে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ২৫ শতাংশ জমিতে লাগানো বেগুনের ফসল নষ্ট করেছে। এতে কৃষক আলহাজ্ব আব্দুর রহমান ভোলা হাজীর (প্রয়াত আব্দুল গফুর মিয়ার ছেলে) প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষকের ছেলে দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। আলহাজ্ব আব্দুর রহমান বলেন, “আমার কারো সঙ্গে পারিবারিক বা গ্রামের কোনো বিবাদ নেই। ৪ হাজার ৩ শত উন্নত যাতের বেগুনের চারা ৫০ দিন আগে রোপণ করেছি। হঠাৎ করে কে বা কারা আমার ফসল নষ্ট করেছে। এ ক্ষতি আমার পক্ষে কাটিয়ে ওঠা অত্যন্ত কষ্টকর। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ অভিযোগ করেছেন, “পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই। তবে রাজনৈতিক কারণে আমাকে দমিয়ে রাখার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, দোষীদের আইনের আওতায় আনা হোক।”
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য বলেন, “কৃষকের ফসল নষ্ট করা অত্যন্ত দুঃখজনক ও দণ্ডনীয় অপরাধ। কৃষক চাইলে কৃষি বিভাগ আইনি সহায়তা প্রদান করবে।” ধাপেরহাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওমর ফারুক আরও বলেন, “এ ধরনের শত্রুতা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো কৃষি খাতের জন্যও ক্ষতিকর। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক হোক বা ব্যক্তিগত, কৃষকের ফসলের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইএইচ