মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৫, ০৯:১৪ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের পক্ষ থেকে দুই যুব সদস্য—সোনালি চাকমা এবং মিতু মনি তালুকদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি রোববার রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের বিভিন্ন স্তরের যুব সদস্যরা, যারা বিদায়ী দুই সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের যুব কার্যক্রমে সোনালি চাকমা ও মিতু মনি তালুকদারের অবদান অনন্য। তারা দীর্ঘদিন ধরে মানবতার সেবায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করেছেন। বিশেষ করে রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ ইউনিটকে সবসময় প্রাণবন্ত রাখে।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন তানভীর বলেন, “বিদায়ী দুই সদস্য আমাদের পরিবারের অংশ। তাদের আন্তরিকতা, শ্রম ও নিষ্ঠা আমাদের সবার জন্য প্রেরণার। তারা যে আলোকবর্তিকা জ্বালিয়েছেন, তা ভবিষ্যতের যুব সদস্যদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী দুই সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “রেড ক্রিসেন্টে কাজ করার অভিজ্ঞতা আমাদের জীবনে অসাধারণ শিক্ষা হিসেবে থাকবে। মানবতার এই মহৎ সংগঠনের সাথে যুক্ত থেকে যে সময় আমরা অতিবাহিত করেছি, তা ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে।”
সংবর্ধনা পর্ব মিলনমেলার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ইএইচ