Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ঋণ পরিশোধে আরও ৬ মাস সময় পেলো শ্রীলঙ্কা

অর্থনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৩, ০৯:৩০ পিএম


ঋণ পরিশোধে আরও ৬ মাস সময় পেলো শ্রীলঙ্কা

বাংলাদেশের ঋণ পরিশোধে আরও ৬ মাস সময় পেয়েছে শ্রীলঙ্কা। দেশটির আবেদনের প্রেক্ষিতে ঋণের মেয়াদ আরও দুই প্রান্তিক বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা। ফলে চরম আর্থিক সংকটে থাকা দেশটিকে দেয়া ২০ কোটি ডলার ফেরত পেতে ৩ মাস করে দুই মেয়াদে সময় বাড়ানো হল।

যদিও অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকট কাটিয়ে বাংলাদেশকে ঋণ ফেরত দিতে শ্রীলঙ্কাকে অন্তত ১৫ বছর সময় দিতে হবে। কারণ আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা অনুযায়ী অপেক্ষাকৃত বড় দাতাকে আগে ঋণ পরিশোধের নিয়ম রয়েছে।

দেড় বছর আগে নেওয়া ২০ কোটি ডলার ঋণ পরিশোধের মত অব্স্থায় নেই এখন মারাত্মক আর্থিক সঙ্কটে বিপর্যস্ত বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কা। এ কারণে আগের কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর এবারও নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।

কারেন্সি সোয়াপের মাধ্যমে নেওয়া এ ঋণ পরিশোধে প্রথমে তিন মাস সময় বাড়ানোর অনুরোধ করে দেশটি। এরপর থেকে আর্থিক অবস্থা ক্রমে আরও নাজুক হলে তাদের অনুরোধে সাড়া দিয়ে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে ২০২১ সালে শ্রীলঙ্কা বাংলাদেশের শরণাপন্ন হয়। ২০ কোটি ডলার ধার দিয়ে সে সময় বন্ধুপ্রতীম দেশটির পাশে দাঁড়ায় বাংলাদেশ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিলেও পরে কয়েক কিস্তিতে ২০ কোটি ডলার দেয়। ‘কারেন্সি সোয়াপ’ ব্যবস্থায় নেওয়া ওই ঋণ পরিশোধের কথা ছিল তিন মাসের মধ্যে। লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রীলঙ্কা তা দিতে পারেনি।

কেএস 

Link copied!