Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

পুঁজিবাজারে আসছে ট্রাস্ট ইসলামী লাইফ

অর্থনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:২৫ পিএম


পুঁজিবাজারে আসছে ট্রাস্ট ইসলামী লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেল চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র ৮৫৩তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়্যাতুল ইসলাম। এমনটাই জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সূত্র।

সূত্র জানায়, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এই টাকায় সরকারি ট্রেজারী বন্ডসহ এফডিআর ও পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ব্যয় বাবদ খরচ করা হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্টের উদ্বৃতি দিয়ে গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মোট উদ্বৃত্তের পরিমাণ ৭৩ লাখ টাকা বলে জানিয়েছে বিএসইসি। নিয়মানুসারে তালিকাভুক্তির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

এবি

Link copied!