community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ জুন, ২০২৪,

জবিতে ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ ঘোষণা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:০২ পিএম


জবিতে ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ ঘোষণা

ছাত্র-ছাত্রীদের জন্য বাসের আসন নির্দিষ্ট আসন ঘোষণা করেছে জবি প্রসাশন। গতকাল ১৭ সেপ্টেম্বর পরিবহন প্রসাশক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রূপালী) রং-এর সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।

অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রং-এর দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।

আরএস

Link copied!