ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:১৭ পিএম

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নাম ঘোষণা করা হয়।

একই সঙ্গে বুধবার সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন নতুন ছাত্র সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে নামের তালিকা ঘোষণা করেন।

অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘গতকাল মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনোভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।’

আবু বাকের বলেন, ‘আমি কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি সৃষ্টি করা হয়। দুঃখজনক হলেও সত্য কালকে সেটি (কমিটি) আমরা প্রকাশ করতে পারিনি। এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে সেই লক্ষ্যে আমাদের ছাত্রসংগঠন কাজ করবে।’

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত, আলোচনার ভিত্তিতে কমিটি করা হয়েছে বলে জানান আবু বাকের। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন চান না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিই এ ছাত্রসংগঠন কখনোই লেজুড়বৃত্তি করবে না। গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে।’

সংগঠনের ছাত্রনেতাদের বয়স সম্পর্কে আহ্বায়ক বলেন, ‘অনেক ছাত্র সংগঠনে বয়স নিয়ে প্রশ্ন আছে, অছাত্র হয়েও তারা সংগঠন করে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিই- আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।’ এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখার কমিটিতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তির সময় থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন বলে জানান আবু বাকের।

এর আগে বুধবার নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে পদ বঞ্চিত হয়েছেন দাবি করে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনার প্রতিবাদে রাতে বাংলামোটরে বিক্ষোভও করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!