আমার সংবাদ ডেস্ক
জুলাই ১০, ২০২৫, ০৭:৫২ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সভায় এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আমরা যে ফল প্রকাশ করেছি, সেটি সম্পূর্ণভাবে প্রকৃত ও নির্ভুল। এবারের পরীক্ষায় কোনো গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়ার নিয়ম অনুসরণ করা হয়নি।’
অধ্যাপক এহসানুল কবির আরও জানান, শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষকদেরও এ বিষয়ে নির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ফলাফলে কোনো সংশয়, বিতর্ক বা অসন্তুষ্টির সুযোগ নেই। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে, তা-ই প্রকাশ করা হয়েছে। এতে কোনো ধরনের বাড়তি নম্বর সংযোজন করা হয়নি।
বিগত বছরগুলোতে কীভাবে ফল প্রস্তুত হতো সে বিষয়ে মন্তব্য না করলেও তিনি বলেন, এবার আমাদের ওপর কোনো চাপ ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল প্রকৃত ফলই প্রকাশ করতে হবে। সে অনুযায়ী আমরা পরীক্ষকদেরও অনুরোধ করেছি, যেন তারা নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করেন।
বিশেষ কোনো নম্বর নীতির প্রয়োগ হয়নি জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, সে অনুযায়ী নম্বর পেয়েছে। ফল তৈরিতে কোনো ‘উদারনীতি’ অনুসরণ করা হয়নি। কম্পিউটারে খাতার প্রাপ্ত নম্বরই হুবহু প্রকাশ করা হয়েছে।
ইএইচ