আমার সংবাদ ডেস্ক
জুলাই ১০, ২০২৫, ০২:১৫ পিএম
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অথচ ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করে।
শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।
প্রথাগতভাবে এবার ফল প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে ঢাকায় বোর্ড কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ফলের সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে শিক্ষাবিদেরা প্রশ্নের কাঠামো, শিক্ষার্থীদের প্রস্তুতির মান, পাঠ্যসূচির ভারসাম্য ও মূল্যায়ন পদ্ধতির নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন।
বিআরইউ