বিশেষ প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৫, ০৬:৪৪ পিএম
অন্তর্বর্তী সরকার দেশের এমপিওভুক্ত এতসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
বুধবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
বৈঠকে শিক্ষকরা সর্বজনীন বদলি, বাড়িভাড়া ও চিকিৎসাভাতার বিষয়ে জোর দেন। বিষয়টি যাচাই করার জন্য শিক্ষা উপদেষ্টা ৯ সদস্যের একটি কমিটি গঠন করেন।
এছাড়া বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। প্রস্তাব অনুযায়ী, বাড়িভাড়া দুই হাজার ও চিকিৎসাভাতা এক হাজার টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন দেশের ৬৪ জেলার কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক। সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। তবে সচিবালয়ের সঙ্গে বৈঠক ইতিবাচক হওয়ায় শিক্ষকরা বিকেল ৩টার দিকে সমাবেশ শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মোট ২৬,৪৪৭টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৭৭ হাজার কর্মচারী।
ইএইচ