ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

শাকিবের ‘মায়া’ দিয়েই ফিরছেন পূজা

আকাশ নিবির

আকাশ নিবির

জানুয়ারি ২৩, ২০২৩, ০২:২৩ এএম

শাকিবের ‘মায়া’ দিয়েই ফিরছেন পূজা

শাকিব খানের প্রযোজনায় সরকারি অনুদানের সিনেমা ‍‍`মায়া‍‍` আর মায়া দিয়েই ফিরছেন পূজা চেরি। শুটিং শুরু হবে আগামী মাসেই। পূজা আপাতত ফরিদপুরে একটি শুটিংয়ের কাজ শেষ করেছেন। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন‍‍` ও ‍‍`মাসুদ রানা‍‍` মুক্তির অপেক্ষায় রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। এতদিন ঢালিউডের শীর্ষ তারকার সাথে গোপনে প্রেম-বিয়ে, এমনকি সেই নায়কের সহযোগিতায় আমেরিকায় ভিসা, জন্মদিনের রাতে বাসায় কেক নিয়ে যাওয়াসহ সেই নায়কের দ্বিতীয় স্ত্রীর হাতে ধরা পড়ে কিল-ঘুষির ঘটনাও চাউর হয়েছে। তবে এ সবকিছুতে পাত্তা না দিয়ে বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন পূজা।

গত ২১ জানুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে বায়োজিন কসমেটিকসের নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা বলেন, ‍‍`আমার ও আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে ধুমধামভাবে
খুব হবে। যারা আমার কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই বিয়েতে দেখতে চাই।‍‍`

বধূ সাজে পূজার কিছু ছবি ফেসবুকে দেখার পর অনেকে অনেক কথা বলছেন। এ বিষয়ে পূজা চেরি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই। ভীষণ হাসি পায়। ভাবি, মানুষ এত বোকা কেন। এতটা বোকা হওয়া উচিত নয়। যারা বোঝার, তারা ঠিকই বুঝেছেন এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছেন, তাদের আমি বোকা ছাড়া কিছুই বলতে চাই না।‍‍`

তবে এ নিয়ে চটেছিলেন ঢালিউডের সেই শীর্ষ তারকা। তিনি জানিয়েছিলেন, ‘এসব ভুয়া বিষয় ভিত্তি করে কদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়।‍‍`

যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই নায়ক। ‘যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা রয়েছে।‍‍`

Link copied!