Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

মামলার জন্য দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ০৫:১৪ পিএম


মামলার জন্য দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গত শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে শাকিব যান রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বিকেল ৪ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন।

শাকিব খানের দাবি, তাকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো এবং সম্মান ক্ষুণ্ণ করেছেন কথিত সহপ্রযোজক রহমত উল্লাহ।

রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় তিনি সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন এই এই অভিনেতা।

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন- এমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।

 

Link copied!