Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ৭, ২০২৪, ১২:০৯ এএম


লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি

আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার সেনসেশন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন।

শনিবার সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তনি লিখেছেন, `আমার হাসব্যান্ডের আপডেট- এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।

তিনি আরও লিখেছেন, আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।

সর্বশেষে তনি বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।

ইএইচ

Link copied!