ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

শাকিব–অপুর একসঙ্গে গাড়িতে ওঠার ভিডিও সামনে আসতেই বুবলীর পোস্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৫, ০৫:১২ পিএম

শাকিব–অপুর একসঙ্গে গাড়িতে ওঠার ভিডিও সামনে আসতেই বুবলীর পোস্ট

শাকিব–অপুর গাড়িতে ওঠার ভিডিও সামনে আসতেই বুবলীর পোস্ট, কী লিখলেন তিনি
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস কোনো একটি স্থিরচিত্র বা ভিডিও ফেসবুকে প্রকাশ করলে মানুষ অপেক্ষা করেন, কখন শাকিবের সঙ্গে বুবলী কোনো স্থিরচিত্র বা ভিডিও প্রকাশ করেন। এই ‘প্রতিযোগিতায়’ কখনো বুবলী এগিয়ে গেলেও আবার কখনো অপু বিশ্বাস ‘এগিয়ে’ যান। কেউ কেউ বলেন, এভাবে দুজনেই নিজেদের শাকিব খানের খুব কাছের, এটাই দেখাতে চান।

শাকিব খানকে ঘিরে ঢালিউডের এই দুই নায়িকার এমন ‘প্রতিযোগিতা’ দুই বছর ধরে বেশি দৃশ্যমান। শাকিবের সঙ্গে অপু বিশ্বাস ও শবনম বুবলীর স্থিরচিত্র কিংবা ভিডিও প্রকাশের ব্যবধান থাকে কয়েক ঘণ্টার। যাঁরা সামাজিক যোগাযোমাধ্যমের খোঁজখবর রাখেন, তাঁরা এটা বেশ ভালো করেই জানেন। গতকাল মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। শাকিব খানের সঙ্গে তাঁর সন্তান আব্রাহাম খান জয় ও চিত্রনায়িকা মা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা মা শবনম বুবলী। শাকিব খানের গুলশানের অফিসে তোলা সেই স্থিরচিত্রে শবনম বুবলীকে বেশ হাস্যোজ্জ্বলভাবে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শবনম বুবলী সন্তান শেহজাদ খান বীরসহ শাকিব খানের সঙ্গে যেসব স্থিরচিত্র গতকাল তাঁর ফেসবুকে পোস্ট করেছেন, তা গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তোলা হয়েছিল। সন্তান শেহজাদের জন্মদিন উপলক্ষে এসব স্থিরচিত্র তোলা হয়। গতকাল শাকিব খানের সঙ্গে বড় সন্তান আব্রাহাম খান জয় ও চিত্রনায়িকা মা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হতেই কয়েক ঘণ্টার মধ্যে শবনম বুবলী তাঁর ফেসবুকে সেসব স্থিরচিত্র পোস্ট করেন, যা শাকিবের সঙ্গে তাঁর গুলশানের অফিসে তোলা হয়েছিল।

দেশের শতাধিক প্রেক্ষাগৃহে এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। এ সময়টা শাকিব খান নিজের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে পার করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে করে একটি বিপণিবিতান থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শাকিব খান ও তাঁর সন্তান আব্রাহাম খান জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন, পেছনে ওঠেন অপু বিশ্বাস।

অনেকেই প্রশ্ন করছেন, তবে কি এই দুজন আবার এক হচ্ছেন? তবে সেই গুঞ্জনের যেন রাশ টানলেন বুবলী, ছেলে শেহজাদ ও চিত্রনায়ক বাবা শাকিব খানের তাঁর গুলশানের অফিসে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের মধ্য দিয়ে। শবনম বুবলী বোঝাতে চেয়েছেন, শাকিব কেবল জয় ও অপু বিশ্বাসের সঙ্গেই সময় পার করেছেন এমনটা নয়, শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গেও ঈদ উদ্‌যাপন করেছেন।

এ বছরের মার্চে শেহজাদের জন্মদিনে তোলা স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তাঁর সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই, কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

ফেসবুক পোস্টের শেষে বুবলী লিখেছেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক বিশেষ দিনগুলোর মতোই।’ এবারের পবিত্র ঈদুল আজহায় শবনম বুবলীর কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

২০২২ সালে একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, ‘আমি যেমন আব্রাহাম ও শেহজাদের বাবা, তেমনি অপু-বুবলীও তাদের মা। বাবা হিসেবে সন্তানদের সঙ্গে আমার দেখা হবে। ওদের দাদা-দাদির সঙ্গেও হয়। মা-বাবাকে স্কুলেও যেতে হয়। তাই সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে আমার দেখা হবে, এটা খুবই স্বাভাবিক। তবে একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।’

আরএস

Link copied!