ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

এবার কোস্টগার্ড প্রধান ফেগানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৫, ০২:৩৪ পিএম

এবার কোস্টগার্ড প্রধান ফেগানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণ করেই এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কোস্টগার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফেগানকে বরখাস্ত করেছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি। খবর রয়টার্সের।

২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য লিন্ডা লিকে বেছে নেন।

ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্ট গার্ডের ওয়েবসাইটে পোস্ট করা একটি বার্তায় নিশ্চিত করেছেন যে ফেগান তার ‌‘দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবন’ থেকে অব্যাহতি পেয়েছেন।

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফেগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ফেগানকে সরিয়ে দেওয়ার কারণগুলোর মধ্যে একটি ছিল বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর (ডিইআই পলিসি) ওপর ‘মাত্রাতিরিক্ত’ মনোযোগ দেওয়া।

তবে এ পদক্ষেপের বিষয়ে কোস্টগার্ড বা ফেগানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো থেকে ডিইআই কর্মসূচি বাদ দেওয়ার অঙ্গীকার করেন।

মার্কিন কোস্টগার্ড অতীতে যৌন নিপীড়নের অভিযোগের জন্য তদন্তের সম্মুখীন হয়েছে। এছাড়া বর্ণবাদ এবং বিভিন্ন অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে। এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রিক লারসেন বলেছেন, ফেগানকে অপসারণের সিদ্ধান্ত বিপথগামী এবং কর্মপ্রস্তুতিকে বাধাগ্রস্ত করবে।

আরএস

Link copied!