নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৪, ০৬:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৪, ০৬:২৬ পিএম
আগামীকাল বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের শপথ।
বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশাকারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান।
ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত তিনি দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।
বিআরইউ