Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

মিটার মামলা ইস্যুতে সিএনজিচালকদের বিক্ষোভ, তীব্র যানজটে রাজধানীবাসী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:০০ এএম


মিটার মামলা ইস্যুতে সিএনজিচালকদের বিক্ষোভ, তীব্র যানজটে রাজধানীবাসী

মিটার মামলা ইস্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে অন্যান্য যান চলাচলে বাধা সৃষ্টি করছেন বিক্ষোভকারীরা। 

এতে অনেক জায়গায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে, তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছে রাজধানী। ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জনসাধারণ। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

বিআরটিএ সিদ্ধান্ত নিয়েছে, সিএনজিচালিত অটোরিকশা চালকরা এখন থেকে মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে তাদের। মূলত, এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নেমেছেন চালকরা।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী, অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বর্তমানে সরকার নির্ধারিত সর্বনিম্ন (প্রথম দুই কিলোমিটার) ভাড়া ৪০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা নির্ধারিত রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, ঢাকায় ১৫০ টাকার নিচে স্বল্প দূরত্বে যাতায়াত করা সম্ভব নয়।

রোববারের বিক্ষোভ কর্মসূচিতে নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিআরইউ

Link copied!