Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আসছে ফোল্ডেবল আইপ্যাড

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:০৭ পিএম


আসছে ফোল্ডেবল আইপ্যাড

আগামী বছরই ফোল্ডেবল আইপ্যাড আনতে যাচ্ছে অ্যাপল। চলতি বছর কোনো আইপ্যাড বাজারে না এনে একবারে ফোল্ডেবল আইপ্যাড আনতে পারে তারা।

এক টুইট বার্তায় এসব তথ্য দিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কু। এ ছাড়া চলতি বছর আইপ্যাডের বিক্রি ১০ থেকে ১৫ শতাংশ কমে যাবে বলে আভাস দিয়েছেন তিনি।

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, অ্যাপল একটি ভাঁজ করা যায় এমন আইপ্যাডের ওপর কাজ করছে। তবে কবে এটি বাজারে আসবে, তা তখন প্রকাশ করেননি তিনি।

তবে এখন কুও একটি টুইট বার্তায় বলেছেন যে, তিনি “ইতিবাচক” যে ফোল্ডেবল আইপ্যাড আগামী বছরের মধ্যেই বাজারে উপলব্ধ হতে পারে। এই টুইটে কুও ২০২৩ সালে আইপ্যাড শিপমেন্টে ১০ থেকে ১৫ শতাংশ হ্রাসের পূর্বাভাসও দিয়েছেন।

তবে, বিশ্লেষক বলেন যে ২০২৪ সালে নতুন ফোল্ডেবল আইপ্যাডের আগমন প্রোডাক্ট মিক্সের উন্নতির পাশাপাশি শিপমেন্টও বৃদ্ধি করবে।

মিং-চি কুও নতুন ফোল্ডেবল আইপ্যাডটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে খুব বেশি কিছু জানাননি। শুধুমাত্র তিনি এটা বলেছেন যে, অ্যাপল নির্মিত ট্যাবলেটটি কার্বন ফাইবার দিয়ে তৈরি একটি কিকস্ট্যান্ড সহ আসতে পারে।

 সূত্র: গ্যাজেটস

Link copied!