Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

রেকর্ড ভাঙা বুমরাহকে লারার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০৮:০২ পিএম


রেকর্ড ভাঙা বুমরাহকে লারার অভিনন্দন

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের টেলএন্ডার জসপ্রিত বুমরাহর ব্যাটে নতুন বিশ্বরেকর্ডের জন্ম হয়েছে। টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার বিশ্বরেকর্ড এখন বুমরাহর দখলে।

রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়ায় ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে অভিনন্দন জানিয়ছেন এত দিন ধরে রাখা কিংবন্দী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। 

এডজবাস্টনে চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে, শনিবার দ্বিতীয় দিন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ব্যাট হাতে ২৯ রান নেন বুমরাহ। সব মিলিয়ে ওই ওভারে আসে ৩৫ রান।

এতে টেস্টের এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নেওয়ার বিশ্ব রেকর্ড ভেঙে যায়। এতদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন, যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তবে লারার  বিশ্ব রেকর্ডই সবার উপরে ছিলো।

টুইটারে বুমরাহকে উদ্দেশ্য করে লারা লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া জসপ্রিত বুমরাহকে শুভেচ্ছা জানানোর জন্য সবাই আমার সঙ্গে যোগ দিন। ওয়েল ডান বুমরাহ।’

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেছেন, ‘আমি ভেবেছিলাম, সবকিছু দেখে ফেলেছি। আসলে অনেক কিছুই বাকী ছিলো। যুবরাজের ৩৬ রানের কথা জানি আমরা, আমি নিজেও এক ওভারে ৩৬ নিয়েছি, তবে আজকে যা দেখলাম, তা অদ্ভুত ছিলো। ভারতের অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়বে বুমরাহ, এমন কিছু আমরা কখনও কল্পনাও করতে পারিনি।’


আমারসংবাদ/টি এইচ