Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

সুপার ফোরে টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:০৩ পিএম


সুপার ফোরে টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপ সুপার ফোরের প্রথম পর্বে শনিবার (৩ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। শারজায় টস জিতে মোহাম্মদ নবির আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

চলতি আসরের প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান। শতভাগ জয় নিয়ে তারা ‍‍`বি‍‍` গ্রুপের চ্যাম্পিয়ন। অন্যদিকে  বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে ‍‍`বি‍‍` গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। 

যদিও প্রথম রাউন্ডের লড়াইয়ে আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। হেরেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে।

এই ম্যাচ দিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হওয়া স্টেডিয়ামের তালিকায় শীর্ষে চলে এলো শারজা। আজকের ম্যাচ নিয়ে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ।

এতদিন রেকর্ডটটি ছিল অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের। স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ২৮০টি; ১১০ টেস্ট, ১৫৯ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি।

 

টিএইচ

Link copied!