Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

মুশফিকের অবসর বিষয়ে যা বললেন সতীর্থরা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ১১:১৪ এএম


মুশফিকের অবসর বিষয়ে যা বললেন সতীর্থরা

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। তার অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন।

শফিকের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসার ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে পোস্ট করেন- ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-২০ অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-২০ খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনো ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

তামিম লিখেছেন- ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-২০ ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, ফ্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-২০তে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...’

এবি

Link copied!