Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

বিশ্বকাপের আগে ৫ বছর জেল হতে পারে নেইমারের

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ০৩:৫০ পিএম


বিশ্বকাপের আগে ৫ বছর জেল হতে পারে নেইমারের

আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জমজমাট আসরের। এর আগে নেইমারকে নিয়ে উদ্বেগ সৃষ্টি হলো ব্রাজিল শিবিরে। 

তার ৫ বছরের কারাদণ্ডের আবেদন করেছে দেশটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস। ক্লাব পরিবর্তনে আর্থিক চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগে এ আবেদন করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনা যাওয়ার সময় যে চুক্তি করা হয়েছিল, তা স্বচ্ছ নয়! এমনকি ট্রান্সফার ফি নিয়েও নাকি কারচুপি হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করছে লগ্নিকারী সংস্থাটি।

সোমাবার (১৭ অক্টোবর) এই ইস্যুতে স্পেনের আদালতে হাজিরা দেবেন ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। দোষ প্রমাণিত হলে অন্তত ২ বছরের জেল এবং ১০০০ কোটি টাকার জরিমানা হতে পারে ফুটবল তারকার। 

এ বিষয়ে নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে।

ডিআইএস-এর দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন সান্তোসের উঠতি তারকা, তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা।

কিন্তু নেইমার এখন সেটা অস্বীকার করায় মামলা ঠুকে দেন তারা। এই মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করছে প্রতিষ্ঠানটি।  

কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সার সাবেক দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। 

ডিআইএস-এর আইনজীবী পাওলো নাসের বলেন, নেইমারকে সর্বোচ্চ দাম হাঁকা ক্লাবের কাছে বিক্রি করা হয়নি। ওকে এর চেয়েও বেশি দামে কিনতে আগ্রহী ক্লাবও ছিল। ’

টিএইচ

Link copied!