Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০১:২৯ পিএম


টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

শেষ ম্যাচ, জিতলেই টি-টোয়েন্টির বিশ্বসেরার শিরোপা। এমন ম্যাচে টসে জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতে সিদ্ধান্ত নিলেন প্রথমে বোলিং করার।

আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। 

পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে।

ইংল্যান্ড : জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান/ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড/ক্রিস জর্দান/ডেভিড উইলি ও আদিল রশিদ।

পাকিস্তান : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

টিএইচ

Link copied!