Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

মেসি যাদুতে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২২, ০২:৩৬ এএম


মেসি যাদুতে এগিয়ে আর্জেন্টিনা

ম্যাচটা আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার, লড়াইয়ের দায়িত্বটা ছিলো বিশ্বসেরা মেসির কাধেই, হতাশ করেনি মেসিও প্রথমার্ধে গোল না পেলোও বিরতির পর হতাশ করেনি মেসি।  

সময় পেরিয়ে যাচ্ছিল। তথৈবচ প্রথমার্ধ শঙ্কাটা বাড়িয়েই যাচ্ছিল। প্রথমার্ধের গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট অতিবাহিত হলেও গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। যে গোল না পেলে বিদায়ের খুব কাছেই চলে যাবে দল। এমন সব মুহূর্তে আর্জেন্টিনা যার দিকে তাকিয়ে থাকে, আজও ছিল তার দিকেই। অবশেষে লিওনেল মেসিই করলেন মহাগুরুত্বপূর্ণ সেই গোলটা। তাতে আর্জেন্টিনার আশার প্রদীপটাও জ্বলে রইল নিভু নিভু করে। বা পায়ের জাদুকরী ছোয়ায় আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৬৪ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।

ইএফ

Link copied!