Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ভুটানের জালে রাশিয়ার গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক :

ক্রীড়া প্রতিবেদক :

মার্চ ২৪, ২০২৩, ০৬:৫১ পিএম


ভুটানের জালে রাশিয়ার গোল উৎসব

রাশিয়া-৯  :  ভুটান-১
এবারই প্রথম সাফ খেলতে এসেছে ইউরোপের দেশ রাশিয়া। শুরু থেকেই নিজেদের শক্তির জানান দিচ্ছে রাশিয়ার মেয়েরা। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের জালে রীতিমতো গোল উৎসব করছে রাশিয়ানরা। ভুটান রাশিয়ার থেকে অনেকটাই পিছিয়ে। র‌্যাংকিং কিংবা শক্তিমত্তা; কোনো দিক থেকেই তাদের ধারে কাছে নেই ভুটান। তবুও হার যেন এক প্রকার আগে থেকেই নিশ্চিত ছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্টেডিয়ামে ভুটানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে রাশিয়া। দলটির হয়ে হ্যাটট্রিক করেন আনাস্তাসিয়া চেরনুসোভা। এর আগে চলমান টুর্নামেন্টে বাংলাদেশ এবং নেপালের কাছেও হেরেছে ভুটান।

গতকাল শুরু থেকেই দাপুটে রাশিয়া। নিজেদের গোছালো খেলায় পাত্তায় পায়নি কমলা রঙের জার্সিধারীরা। কমলাপুরের স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই হানা দেয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ম্যাচের বেশ খানিকটা জুড়েই চলতে থাকে রোদ-বৃষ্টির লুকোচুরি। রেফারির বাঁশি বাজার শুরু থেকেই ভুটানকে চেপে ধরে রাশিয়া। তবে গোলের তালা ভাঙতে অপেক্ষা করতে ১২ মিনিট পর্যন্ত। আনাস্তাসিয়া কারাতায়েভার বাড়ানো বল থেকে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন আনাস্তাসিয়া চেরনুসোভা।

১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুশ অধিনায়ক এলিনা গোলিক। ৩৭ মিনিটে ডি বক্সের কিছুটা দূর থেকে জোরালো শট নেন কারাতায়েভা। ভুটান গোলরক্ষক দিকশা রায় তা থামানোর চেষ্টা করলেও তার দুই পায়ের ফাঁক দিয়ে বল আশ্রয় নেয় জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে নান্দনিক এক গোল করেন এসেনিয়া কাদিন্তসেভা। থ্রোয়িং থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। সেখানে আরও এক ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই রুশ ফুটবলার। ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর মাঠে নেমে রাশিয়া যেন আরো ভাল করে চেপে ধরে ভুটানকে। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেরনুসোভা। রাশিয়ার ব্যবধান হয় ৫-০।

এর মিনিট দুয়েক পরই হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। সোফিয়া গোলোভিনার শট পোস্টে লেগে ফিরে আসলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন চেরনুসোভা। ৪৯ মিনিটে অবশ্য ভুটানকে একটি গোল উপহার দেয় রাশিয়া। গোলরক্ষককে ব্যাকপাস দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন রুশ ডিফেন্ডার কিরা নাজিমোভা। ৫০ মিনিটে গোল ব্যবধান ৭-১ করেন সোফিয়া গোলভিয়ানা। দারুণ ভলিতে  ভুটান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান সোফিয়া। এর ১০ মিনিট পর ডি বক্সের কয়েক গজ দূর থেকে নেওয়া শটে রাশিয়ার হয়ে অষ্টম গোলটি করেন এসেনিয়া। ম্যাচের ৬৬ মিনিটে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর খেলোয়াড়দের কাটিয়ে ডি বক্সের ভেতরে চলে যান পোলিনা বোগাদানোভা।

পেনাল্টি বক্সের সামনে থেকে কোনাকুনি শটে নিখুঁত এক গোল করেন তিনি। বাকিটা সময় ভুটানের ওপর চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি রাশিয়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারায় তারা। পরপর তিন ম্যাচে হারের পাশাপাশি ২২ গোল খেয়ে তলানিতে ভুটান।

আরএস

Link copied!