Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪,

মিরপুর টেস্ট: ৮ রানের লিড পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৩, ০২:২৬ পিএম


মিরপুর টেস্ট: ৮ রানের লিড পেল নিউজিল্যান্ড

বৃষ্টি থামায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ রানের লিড নিয়ে অলআউট হয়েছে।  

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৭.১ ওভারে ১৮০ রান তুলতে পেরেছে। ব্যাট হাতে গ্লেন ফিলিপস আউট হওয়ার আগে ৭২ বলে ৮৭ রান করেছেন। ৯টি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। এছাড়া ড্যারেল মিশেল ১৮ ও কাইল জেমিনসন ২০ রান করেছেন।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। কোন বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিনও ভেজা মাঠের কারণে প্রায় এক সেশন খেলানো সম্ভব হয়নি।

এআরএস

Link copied!