Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি রিয়াল-সিটি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০৫:৫৭ পিএম


চ্যাম্পিয়ন্স লিগের  কোয়ার্টারে মুখোমুখি রিয়াল-সিটি

ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সারা বিশে^র ফুটবল প্রেমীরা এই এক চ্যাম্পিয়ন্স লিগের দিকেই তাকিয়ে থাকে সারা বছর। কেউ কেউ গলা ফাটায় ম্যানচেস্টার সিটির পক্ষে, আবার কেউ রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা। এভাবে প্রতিটি ক্লাবের সমর্থকেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশে^র নানা প্রান্তে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব আসরের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ লড়াই দেখতে পাওয়ার বিষয়টি অনুমিত ছিল। ড্রয়ের পর ফুটবল ভক্ত-সমর্থকদের উন্মাদনার পারদ নিশ্চিতভাবেই পৌঁছে গেছে আরও উঁচুতে। শেষ আটে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির। ২০১৯-২০ মৌসুমের পিএসজি মোকাবিলা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব আসরের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে। 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ৯ ও ১০ এপ্রিল, দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।
 


কোয়ার্টার ফাইনাল 
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
অ্যাথলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
পিএসজি-বার্সেলোনা

Link copied!