Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০৫:২২ পিএম


শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। শেষ ওয়ানডের দল থেকে ছিটকে পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে শেষ ওয়ানডে ম্যাচের দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তানজিদ সাকিবের বদলি হিসেবে হাসানের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বিসিবি লেখে, ‘তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি এবং ব্যথা অনুভব করছে। আজকের অনুশীলনেও সে অস্বস্তি অনুভব করছিল এবং কাল ম্যাচ খেলার জন্য ফিট নয়। তার বদলি হিসেবে পেসার হাসান মাহমুদকে তৃতীয় ওয়ানডের দলে ডাকা হয়েছে।’

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ভারতের পিচ পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক ক্রিকেটারের

এর আগে, অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান  তানজিম সাকিব। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘ফিজিও আমাদের জানিয়েছেন, তানজিম খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি।’

সিরিজের প্রথম ওয়ানডেতেই চোট পান তানজিম সাকিব। ৮.২ ওভার বল করার পর পেশির টানে মাঠ ছাড়েন তিনি। যদিও পরবর্তীতে ফিল্ডিং করেছিলেন এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট। তৃতীয় ওয়ানডের আগে রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান ডানহাতি পেসার। পরীক্ষা করে দেখা যায়, খেলার মতো অবস্থা নেই তার।

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

আরএস

Link copied!